logo

৩ উইকেট নেই শ্রীলংকার

Blog single photo

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা লংকান ব্যাটিং লাইনে তোপ ছুড়ছেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৪ রান করেছে শ্রীলংকা। কুশল মেন্ডিস ও চরিথ আসালঙ্কা ব্যাটিংয়ে আছেন।

ব্যাটিংয়ে নামা শ্রীলংকার প্রথম উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব। পাথুম নিশাঙ্কাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে শূন্য রানে ফেরান তিনি। এরপর আরেক ওপেনার নিশান মাদুশকাকে ৬ রানে বোল্ড করেন তাসকিন আহমেদ। তৃতীয় উইকেটটিও তাসকিন নেন। কামিন্দু মেন্ডিসকে শূন্য রানে মাঠ ছাড়া করান।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকার অধিনায়ক চারিথ আসালঙ্কা। তিন পেসার নিয়ে মাঠে নেমেছে তারা। ওয়ানডে অভিষেক হচ্ছে পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের।

শ্রীলংকার মতো বাংলাদেশ দলও তিন পেসার খেলাবে। একাদশে থাকার কথা ছিল রিশাদ হোসেনের। কিন্তু ম্যাচের আগের দিন অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সুস্থও হয়ে যান। বুধবার ম্যাচের আগে তার ফিটনেস টেস্ট নিয়েছে টিম ম্যানেজমেন্ট। পেটের পীড়ায় ভোগা রিশাদকে শেষ পর্যন্ত না খেলানোর সিদ্ধান্ত হয়েছে। তার জায়গাতে ওয়ানডে অভিষেক হয়েছে তানভীরের।

আজ বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যেখানে প্রথমবারে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ।

প্রেমাদাসার বাইশ গজ স্পিনাররা উপভোগ করলেও শ্রীলংকা অধিনায়ক চারিথ আসালঙ্কা এর আগে জানিয়েছেন, এটা মূলত ব্যাটিংবান্ধব উইকেট।

২০ বছর এবং ৩৩১ ওয়ানডে পর বাংলাদেশ দল এই প্রথম পাঁচ সিনিয়র খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামছে। তারা হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

একইভাবে লম্বা বিরতি দিয়ে শ্রীলংকা সিরিজের দলে ঢোকা নাঈম শেখের একাদশে ঢোকার সম্ভাবনা ছিল। তবে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কিছু রান পাওয়া পারভেজ ইমনকে একাদশে নেওয়া হয়েছে। দারুণ ঘরোয়া মৌসুম পার করেছেন তিনি।

উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৫৭ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। যার মধ্যে ১২টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ, বিপরীতে লংকানদের জয় ৪৩টিতে। বাকি ২টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সিরিজ হিসেবেও আধিপত্য লংকানদের-মোট ১০টি দ্বিপাক্ষিক সিরিজে শ্রীলংকা জিতেছে ৬টিতে, বাংলাদেশ মাত্র ২টিতে (২০২১ ও ২০২৪ সালে), আর বাকি দুটি ড্র হয়েছে। ২০২৩ এবং ২০২৪ সালের মধ্যে অনুষ্ঠিত সর্বশেষ ৫টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জিতেছে ৩টিতে, বাকি ২টি জিতেছে শ্রীলংকা।

তিন ম্যাচ সিরিজের অন্তত একটিতে জিততে পারলেই বাংলাদেশের র‍্যাঙ্কিং ১০ থেকে ৯ নম্বরে উঠে আসবে। এই মুহূর্তে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের নিচে অবস্থান করছে বাংলাদেশ। তাই জয়ের সঙ্গে র‍্যাঙ্কিংয়ের পুরস্কারের হাতছানি মিরাজের সামনে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ: নিশান মাদুশকা, পাথম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, ইশান মালিঙ্গা ও আসিতা ফার্নান্ডো।


আপনার মতামত লিখুন

Top